রবিবার, ২৯ মে, ২০১৬

একটা চিরকুট

একটা চিরকুট

বন্ধু বর
আশা করি আমার দেয়া যন্ত্রণা পেয়ে ও ভালো আছো আপন গরিমায়। আমিও চাই তুমি অন্তহীন ভালবাসার স্পর্শের গণ্ডিতে ডুবে থাক। বন্ধু তোমায় অনেক ভালবাসি! এখন ও আমি কুড়িয়ে কুড়িয়ে খুঁজে বের করি আমাদের অলিখিত অতীতের বাস্তবতা।
বন্ধু তোমাকে অতিরিক্ত চিন্তায় নিমজ্জিত করে আমি হারাতে চাইছিলাম অপারগতার লজ্জায়। এর জন্য দায়ী আমার অপ্রাপ্তবয়স্ক প্রবাস জীবন। চির সবুজ বন্ধু আমার, এখন আমি অনেকটা নিয়ন্ত্রিত! চাইলে যে কোন কিছু করার দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু তুমি আমার চেয়ে ও অনেক সমৃদ্ধ! আমি যা চাই তুমি তা এখন আর চাইবেনা। আমি ভালবাসলেও তুমি হয়তো বাসবেনা; সেই শৈশব থেকে এই অবধি অনেকটা পথ পাড়ি দিয়েছি! প্রতিটা মূহূর্ত আমাদের আন্তরিকতার কোনো কমতি ছিলনা, ভালবাসা ছিল অপুরন্ত। তোমার সাথে কাটানো প্রতিটা সেকেন্ড, তোমার ভালো মন্দ বিচরিক ক্ষমতা, মানুষকে আপন করে নেওয়ার কৌশল, তোমার দেয়া অনুপ্রেরণা ইত্যাদি সকল ইতিবাচক পৃষ্ঠাগুলি আমি আমার জীবন চলার পথে কাজে লাগানোর চেষ্টা করি। বন্ধু আমাকে ক্ষমা নই, গ্রহণ কর। তোমাকে কষ্ট দেওয়া সকল বিষয়ের জন্য ক্ষমা প্রার্থী ।
ইতি তোমার •••••••। (নিজে লিখে নিবে)


বিঃদ্রঃ  - ভুল বানান শুদ্ধিকরণের অধিকারী একমাত্র গিয়াস আজম।



Posted via Murtaza

সোমবার, ২৩ মে, ২০১৬

অতিরিক্ত পন্ডিত

দুনিয়ার বিষয়ে যত জ্ঞানী হোক , পরকালের ব্যাপারে তত•••••
মৃত্যুর পরে কি হবে! তা নিয়ে বানিয়ে বানিয়ে বই লিখার মত দুঃসাহস এখনো কারো হয়নি। কারন পরকালের বিষয়ে অসংখ্য কোরআনের আয়াত রয়েছে! এবং রাসুল (সঃ) নিজেও তার সাহাবীদেরকে পরকালের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য উপদেশ দিয়েছেন।

#কেতকী  জান্নাত এবং জাহান্নামের উপর বিশ্বাস না থাকলে ঈমান থাকেনা।

Such status is good for everybody avoided. Plz

পারলে তোমার ইনবক্স থেকে ঘুরে আসো।


রবিবার, ২২ মে, ২০১৬

শাস্তি চাই

একজন শিক্ষক নই!! আমার ধর্মকে নিয়ে যেই কটাক্ষ করবে তার ফাঁসি চাই। আর একজন ভাল শিক্ষক যে কিনা মানুষ গড়ার কারিগর,  সেই কখনও কোনও ধর্মকে নিয়ে কটাক্ষ করতে পারেনা। এই কয়েকদিন দেখিতেছি আমাদের ছোট বেলার সবচেয়ে লজ্জা জনক কাজ টা কিছু নির্লজ্জ মানুষের মাধ্যমে ফ্যাশনে পরিণত হচ্ছে। আমি ধিক্কার জানায় এসব বিবেক বর্জিত মুসলমানদের! যারা দাবি করে আমি মুসলিম,আবার কাফেরদের জন্য রাস্তায় নির্লজ্জের মতো কানে ধরে আবালের মতো দাড়িয়ে থাকে।
আমার রাসুল (সঃ) কে নিয়ে খারাপ কথা বলার শাস্তি শুধু কানে ধরলে হবেনা! এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই , যাতে আর কেউ ভবিষ্যতে ধৃষ্টতা দেখাতে না পারে।


উক্তি

অন্য কেউ জিতেছে বলে, ভেবো না তুমি পরাজিত!!!😐   কাউকে তুমি ভালবাসোনা বলে, ভেবোনা তুমি ভালবাসার মতো কেউ নেই!


বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

অনুভূতি



                    
আজও মনে পরে তোমায়!!
     আমার সবটুকু অনুভূতি জাগ্রত করে।
কল্পনার অ্যালবাম আটকে রেখেছি,
       শতাব্দীর শুরু থেকে এই অবধি ।
সেই প্রথম দিনের উষ্ণ অনুভূতি
           মিশে আছে আমার শিহরনে ।



Posted via Blogaway