বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

অপেক্ষা

                     অপেক্ষা
মোহাম্মদ আলী মূর্তাজা

অপেক্ষায় আছি,আমি
          জম্মলগ্ন হতে এই অবধি
অপেক্ষায় থাকবো আমি!!
     যে দিন এই জীবনের সমাধি ।

জান, অপেক্ষায় আমার সঙ্গী
          অপেক্ষায় আমি হাসি,
   অপেক্ষায় আমি কাঁদি !!
       অপেক্ষা করে আমি বাছি।।।

ছোট বেলায় বাবা বলতেন
       আজকে নই, কালকে দিবো তোমায়,
মা, অশ্রু ঝরা চোখে বলতেন,
       এই ঈদে নই, সত্যি বলছি
                দিবো ঐই ঈদে।।।।।
আমি থাকি আর একটি ঈদের অপেক্ষায়!!!

  খেলার সাথীরা যখন বলতো
                  একটু দাঁড়া , আসতেছি আমি
আমি হাসি মুখে বলতাম
         ঠিক আছে,  অপেক্ষায় আছি।।।

  একবার কলেজ পড়ার কাল,
          পরেছিলাম এক অন্ধ,প্রেমের জালে!!
সেই থেকে আরও এক নতুন মাত্রা
          জুটলো , আমার কপালে ।।।
       হলেন প্রেমিকা, এখন বউ!!
   এখনও আমায় অপেক্ষায় রাখলো!!!

       আমার অপেক্ষার গল্প শুনে ,
       হয়তো ভাবছো আমি হতভাগা!!!
      না, না,  আমি হতভাগা নই!!
     তোমরাও কেউ এর জন্য দায়ী নও।।।।

সত্যি বলতে কি, আমিই অপেক্ষায় আছি।
            কখন আমি বড় হবো!!
    অপেক্ষাকে একটু দেখার অপেক্ষায় ।
   যাঁর জন্য আমি এতকাল অপেক্ষা করছি।

    যখন আমি চলে যাচ্ছি ওপারে,
             সেই আমাকে এসে বলে;
        আমায় একা কর চলে যাচ্ছো?
       আমি বললাম, তুমি এসো
   আমি থাকবো, তোমার অপেক্ষায় ।।।



   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন