কিছু মানুষ তোমাকে পছন্দ করেনা। ব্যপারটা এমন নয় যে তুমি তার কোনো ক্ষতি করেছো। তবু তুমি তার কাছে স্রেফ অপছন্দের মানুষ। তোমার হাটা-চলা, কথা-বার্তা অনেকের কাছেই ভাল লাগবেনা। কেউ হয়তো তোমাকে অপছন্দ করে কারন তুমি তার চাইতে ভালো কাজ জানো। তুমি জনপ্রিয়, তোমাকে লোকে পছন্দ করে, সেটাও অপছন্দীয় হওয়ার কারন হতে পারে। তোমার চুল তার চেয়ে সামান্য বড় বা ছোট বা টেকো, তোমার গায়ের রঙ তার চেয়ে খানিকটা উজ্জ্বল কিংবা অনুজ্জ্বল - হয়তো কারনটা এমন! কেবল কারো কোনো ক্ষতি করলেই তুমি তার অপছন্দের পাত্র হবে, তা নয়। অপছন্দ ব্যপারটা আসে ঈর্ষাকাতরতা থেকে। মানুষের সহজাত চরিত্রেই এই অনুভূতির প্রভাব আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন